আমরা সবাই আকর্ষনীয়
হতে চাই। ব্যক্তিত্বশীল হতে চাই। চাই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হতে। চাই সবাইকে
আকৃষ্ট করতে। নিজেকে অসাধারণ হিসেবে উপস্থাপনের জন্য অবশ্যই আমাদের জানা উচিত ঠিক কি
কি বৈশিষ্ট্য একজন ব্যক্তিকে আকর্ষনীয় ও অসাধারণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আমি
নিজে যে যে বৈশিষ্ট্যগুলো একজন অসাধারণ মানুষের মাঝে দেখতে চাই তার একটা তালিকা নিচে
দিলাম।
১. আত্মনিয়ণ্ত্রিত:
একজন আকর্ষনীয় ব্যক্তিকে অবশ্যই আত্মনিয়ন্ত্রিত হতে হবে। সে তার আবেগ কে প্রধান্য দিবেনা।
সে সর্বদা তার মস্তিষ্ক দ্বারা চালিত হবে। কাজের ক্ষেত্রে বাস্তবতা আর যৌক্তিকতার প্রাধাণ্য
থাকবে। সে কখনই আবেগ দিয়ে চালিত হবেনা। নিজের লক্ষ্য ও সিদ্ধান্ত নির্বাচনের ক্ষেত্রে
বিবেক, বুদ্ধি, যুক্তি আর বাস্তবতাকে সর্বদা বিবেচনা করবে।
২. স্ব-অনুপ্রাণিত:
সে কাজ করতে করতে হঠাৎ হতোদ্যম হবেনা। ব্যর্থ হলেও হতাশ হয়ে পড়বেনা। সে সর্বদা নিজেই
নিজেকে অনুপ্রাণিত করবে। সে তার ব্যর্থতা থেকে, পরাজয় থেকে শিক্ষা নিবে। এবং সেই শিক্ষাকে
কাজে লাগিয়ে ভবিষ্যতে সফল হবার জন্য আবার কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
৩. সময়নিষ্ঠতা:
একজন আকর্ষনীয় ব্যক্তি জানে সময়ের মূল্য এবং গুরুত্ব কতটা। তাই সে সর্বদা সময়নিষ্ঠ
থাকে। সে কখনই তার সাক্ষাতের সময় বা অনুষ্ঠানে বা কাজে দেরি করেনা। সে কোথাও পৌছাতে
গেলে রাস্তার কথা বা পরিবেশের কথা মাথায় রেখে বেরোয়। তাই যানজট, ঘুম থেকে উঠতে না পারা
বা অন্য কোনো কিছুর অযুহাত তৈরি করেনা। সে সর্বদা সময়ের কাজ সময়ে করে। কাজ পরে করবে
বলে ফেলে রাখেনা।