শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

শুষ্ক কোষ বা ড্রাই সেলের গঠন ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত ব্যাখ্যা

শুষ্ক কোষ বা ড্রাই সেল হচ্ছে এক প্রকার গ্যালভানিক সেল যা সাধারণত ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়।

এটি একটি বৈদ্যুতিক শক্তি উৎস, যা রাসায়নিক বিক্রিয়া থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে।

শুষ্ক কোষের গঠন:

  • অ্যানোড: শুষ্ক কোষের অ্যানোড হলো দস্তার (Zn) তৈরি, যা কোষের বহিঃস্ত স্তর হিসাবেও কাজ করে।
  • ক্যাথোড: কোষের কেন্দ্রস্থল অংশে কার্বন রড (C) থাকে, যা ক্যাথোড হিসেবে কাজ করে।
  • ইলেক্ট্রোলাইট: কোষের ভেতরে অ্যামোনিয়াম ক্লোরাইড (NHCl) এবং জিঙ্ক ক্লোরাইড (ZnCl) এর জলীয় দ্রবণ, যা পেস্ট আকারে ব্যবহার করা হয়। এর সাথে কার্বনচূর্ণ মিশ্রিত করা হয়।

শুষ্ক কোষ তৈরির পদ্ধতি:

প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া ও ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয়। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয়, যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। কার্বন দণ্ডের মাথায় একটি টুপি পরানো থাকে। শুষ্ক কোষের ওপরের অংশ কার্বন দণ্ডটির চারপাশ পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। দস্তার চোঙটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। এখানে দস্তার চোঙ ঋণাত্মক তড়িত্দ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িত্দ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে।

শুষ্ক কোষের কার্য প্রণালী:

শুষ্ক কোষের কার্য প্রণালীতে, দস্তার অ্যানোড অক্সিডাইজড হয়ে জিঙ্ক আয়ন (Zn²)  ইলেকট্রন (e) উৎপন্ন করে। এদিকে, ক্যাথোডে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO) রিডিউসড হয় এবং পানি (HO) এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আয়ন (OH) উৎপন্ন করে।

বিস্তৃত জানতে এই লিংকে চাপ দাও বা নিচের ভিডিও দেখো।



রাসায়নিক সমীকরণ:

অ্যানোড বিক্রিয়া: Zn (s) → Zn²⁺ (aq) + 2e

ক্যাথোড বিক্রিয়া: 2MnO₂ (s) + 2NH₄⁺ (aq) + 2e⁻ → MnO₃ (s) + 2NH₃ (aq) + HO (l)

সমগ্র কোষ বিক্রিয়া: Zn (s) + 2MnO₂ (s) + 2NH₄⁺ (aq) → Zn²⁺ (aq) + MnO₃ (s) + 2NH₃ (aq)

এই বিক্রিয়াগুলি শুষ্ক কোষে ইলেক্ট্রনিক্স ডিভাইস চালানোর জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে।

 

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অনুশীলনের জন্য ৩০ টি রাসায়নিক বিক্রিয়া নিম্নে দেওয়া হল-


1.     মিথেনের দহন বিক্রিয়া: CH4+2O2→CO2+2H2O

2.     লোহায় মরিচা পড়ার বিক্রিয়া: 4Fe+3O2→2Fe2O3

3.     সালোকসংশ্লেষণ: 6CO2+6H2O+সূর্যের আলো→C6H12O6+6O2

4.     পানির বিযোজন বিক্রিয়া: 2H2O→2H2+O2

5.     প্রশমন বিক্রিয়া: HCl+NaOH→NaCl+H2O

6.     সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া: 2Na+2H2O→2NaOH+H2

7.     বেকিংসোডার সাথে ভিনেগারের বিক্রিয়া: NaHCO3+CH3COOH→CH3COONa+H2O+CO2

8.     হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া: 2H2+O2→2H2O

9.     সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের বিক্রিয়া: NaCl+AgNO3→AgCl+NaNO3

10.   জিংক হাইড্রোক্লোরাইড এসিডের বিক্রিয়া: Zn+2HCl→ZnCl2+H2

11.   ক্যালসিয়াম কার্বোনেটে তাপ প্রদানের বিক্রিয়া: CaCO3→CaO+CO2

12.   সোডিয়াম বাইকার্বোনেটের বিযোজন: 2NaHCO3→Na2CO3+H2O+CO2

13.   কপারের সাথে সালফিউরিক এসিডের বিক্রিয়া Cu+2H2SO→ CuSO+ 2H2O + SO2

14.   ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়াMg+2HCl →MgCl2+H2


এই ফাইলেন পিডিএফ ফাইলের জন্য এই লিংকে চাপ দাও।


15.   লোহার সাথে সালফারের বিক্রিয়া: Fe+S →FeS

16.   হাইড্রোজেন পারঅক্সাইডের বিযোজন বিক্রিয়া: 2H2O→2H2O+O2

17.   অ্যামোনিয়াম ক্লোরাইডের বিযোজন বিক্রিয়া: NH4Cl →NH3+HCl

18.   সোডিয়াম ক্লোরিনের বিক্রিয়া: 2Na+Cl→2NaCl

19.   পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া: 2KMnO4+3H2O→2MnO2+2KOH+3O2+2H2O

20.   সোডিয়াম হাইড্রোঅক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া: NaOH+HCl →NaCl+H2O

21.   ক্যালসিয়াম কার্বোনেটের সাথে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া: CaCO3+2HCl →CaCl2+H2O+CO2

22.   সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া: 2Na+2H2O →2NaOH+H2

23.   জিঙ্ক এর সাথে সালফিউরিক এসিডের বিক্রিয়া: Zn+H2SO→ZnSO4+H2

24.   ম্যাগনেসিয়াম অক্সিজেনের বিক্রিয়া: 2Mg+O→2MgO

25.   হাইড্রোজেন ক্লোরিন এর বিক্রিয়া: H2+Cl→2HCl

26.   সোডিয়ামের সাথে নাইট্রোজেন এর বিক্রিয়া: 6Na+N→2Na3N

27.   ক্যালসিয়ামের সাথে পানির বিক্রিয়া: Ca+2H2O →Ca(OH)2+H2

28.   পটাশিয়ামের সাথে পানির বিক্রিয়া: 2K+2H2O →2KOH+H2

29.   সোডিয়ামের সাথে কার্বনডাইঅক্সাইডের বিক্রিয়া: 2Na+CO→Na2CO3

30.   লোহার সাথে অক্সিজেনের বিক্রিয়া: 4Fe+3O→2Fe2O3

শুষ্ক কোষ বা ড্রাই সেলের গঠন ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত ব্যাখ্যা

শুষ্ক   কোষ   বা   ড্রাই   সেল   হচ্ছে   এক   প্রকার   গ্যালভানিক   সেল   যা   সাধারণত   ব্যাটারি   হিসাবে   ব্যবহার   করা   হয়। এটি   একটি ...